fbpx

চার ঘণ্টার চেষ্টায় বনানীর আগুন নিয়ন্ত্রণে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রায় চার ঘণ্টা চেষ্টার পর রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি রোডে ছয় তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২১ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সহকারী পরিচালক রায়হান কবির আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মী বাদে হতাহত হওয়া আর কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভবনের ভেতরে কেউ আটকে আছে কী না, সে খোঁজ নেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে ১৫টি ইউনিট কাজ করেছে।

তিনি বলেন, ওই ভবনে এমিকন নামের একটি প্রতিষ্ঠানের গোডাউন রয়েছে। সেখানে কেমিক্যালজাতীয় প্রচুর দাহ্য পদার্থ রয়েছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুনের কাছে যেতে সমস্যা হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে বিমানবাহিনীর পানিবাহী দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের আহত কর্মীর নাম তিনি জানাননি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, চেয়ারম্যানবাড়ি আনন্দ টিভি ভবন থেকে অনেক বেশি ধোঁয়া বের হচ্ছে। ভবনটি ছয়তলা। আগুনের সূত্রপাত তৃতীয় তলা থেকে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply