fbpx

চার বছরের সাজা পাচ্ছেন ক্যাম্পবেল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আন্তর্জাতিক ক্রিকেট থেকে চার বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জন ক্যাম্পবেল। সংবাদ সংস্থা ‘রয়টার্স’-এর দেয়া তথ্য অনুযায়ী, ডোপিং বিধিমালা ভাঙ্গার কারণেই শাস্তির মুখে পড়তে যাচ্ছেন এই ক্যারিবিয়ান।

শুক্রবার জ্যামাইকা অ্যান্টিডোপিং কমিশনের (জাডাকো) তিন সদস্যবিশিষ্ট প্যানেল ক্যাম্পবেলের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়। ১৮ পৃষ্ঠার অভিযোগপত্রে ক্যাম্পবেলের ডোপিং বিধিমালা ভাঙ্গা, নমুনা জমাদানে অস্বীকৃতির ব্যাপারটি উল্লেখ করা হয়। সেখানে বলা হয়েছে, গত এপ্রিলে রক্ত নমুনা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ গেল জুনে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার। এছাড়াও, আগস্টে সিপিএলে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে একটি ম্যাচও খেলেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ২০টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন ক্যাম্পবেল।

Advertisement
Share.

Leave A Reply