fbpx

চার বছর পর আলফ্রেড খোকনের কবিতার বই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চার বছর পর কবিতার বই নিয়ে হাজির হয়েছেন কবি আলফ্রেড খোকন। নিজের নতুন বই প্রকাশের খবরটা আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন এই কবি। বর্তমানে বইটি একুশে বই মেলায় পাওয়া যাচ্ছে।

‘শীতের সবজিগুচ্ছ’ নামে বইটির প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। প্রকাশক নাগরী প্রকাশনী। বইমেলার স্টল নম্বর ৬ – ৭ এ পাওয়া যাচ্ছে কাব্যগ্রন্থটি।

নতুন বই প্রসঙ্গে কবি বিবিএস বাংলাকে বলেন, ‘‘শীতের সবজিরা এ কবিতায় চিত্রকল্প হয়ে এসেছে নতুনভাবে। রাজনীতি, প্রেম, যুদ্ধ ও যৌনতা, দর্শন, অসাম্যতার মত বিষয়সমূহ এক বৈশ্বিক প্রেক্ষিত রচনা করেছে। সবজিগুলো এর সাঁকো। তবে কবিতা নিয়ে কবির নিজের বলার চেয়ে পাঠকের পাঠে এরা কে কিভাবে ধরা পড়ে তাই আসলে দেখার বিষয়। সবার দেখার চোখ তো সমান নয় । কেউ ফুল তুলে অর্ঘ দেয়, কেউ মালা গাঁথে। কেউ ফুল ছুঁড়ে ফেলার জন্যও তুলে- কবিতার এ জগত বডড প্রপঞ্চময়। কবির অপেক্ষা থাকে প্রিয় পাঠকের কাছে।’

কবি আলফ্রেড খোকন ১৯৭১ সালের ২৭ শে জানুয়ারি বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। বরিশালের বিএম কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করা এ কবি নিজের কর্মজীবন শুরু করেন সাংবাদিকতার মধ্য দিয়ে। সংবাদপত্রের মাধ্যমে সাংবাদিকতা শুরু করলেও পরবর্তীতে তিনি টেলিভিশনে কাজ শুরু করেন। সাহিত্যপত্র ‘নন্দন’ এর সম্পাদক তিনি।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে- ‘উড়ে যাচ্ছে মেঘ’, ‘সম্ভাব্য রোদ্দুরে’, ‘মনে আসছে যা যা’, ‘ফাল্গুনের ঘটনাবলী’, ‘মধু বৃক্ষ প্রতারণা বিষ’, ‘সে কোথাও নেই’, ‘আলের পাড়ে বৈঠক’ ‘সাধারণ কবিতা’, ‘আত্মগীতের গদ্যভংগি’, ‘নগরে নিবন্ধনহীন’, ছড়াকাব্য- ‘মনে আসছে যা যা’।

Advertisement
Share.

Leave A Reply