fbpx

চার রাজ্যেই বিজেপি এগিয়ে, পাঞ্জাবে আম আমদি পার্টি ক্ষমতার পথে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বুথফেরত জরিপ বলছে, ভারতের বিধানসভা নির্বাচনের পাঁচ রাজ্যের চারটিতেই বিজেপি ক্ষমতা দখলের পথে এগিয়ে।

পাঞ্জাবে প্রথমবারের মতো ক্ষতায় আসছে আম আদমি পার্টি। রাজ্যের ১১৭ টি আসনের মধ্যে ৭৮ টি আসনে এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ক্ষমতাসীন কংগ্রেস এগিয়ে ১৩ টি আসনে।

রাজধানী দিল্লির বাইরে এই প্রথম ভারতের কোনো রাজ্যে সরকার গড়তে যাচ্ছে আম আদমি পার্টি।

আর উত্তরপ্রদেশ, গোয়া, মনিপুর, উত্তরাখণ্ড চার রাজ্যেই বিজেপি এগিয়ে রয়েছে।

উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপির ক্ষমতায় প্রত্যাবর্তনকে দলের বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।

কারণ ভারতের জাতীয় নির্বাচনে ৪৪৫ টি আসনের মধ্যে ৮০ টা উত্তর প্রদেশের। যে দল এ প্রদেশের সবচেয়ে বেশি আসন পায়, তাদের পক্ষেই দিল্লির মসনদে বসার সুযোগ বেশি থাকে। এ প্রদেশ থেকেই সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী পেয়েছে ভারত।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জানিয়েছে, উত্তর প্রদেশের ৪০৩ টি আসনের মধ্যে বিজেপি ও তাদের জোটসঙ্গীরা এগিয়ে রয়েছে অন্তত ২৭০ আসনে। এই রাজ্যে গরিষ্ঠতার জন্য ২০২ আসনই যথেষ্ঠ। প্রতিদ্বন্দ্বী অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি এগিয়ে আছে ১২৫ টা আসনে। বহুজন সমাজবাদী পার্টি ও কংগ্রেস এগিয়ে আছে তিনটি করে আসনে।

উত্তর প্রদেশ ও পাঞ্জাব ছাড়াও ভোট হয়েছে উত্তরাখণ্ড, গোয়া ও মনিপুরে। সেখানেও সংখ্যা গরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে গেছে বিজেপি।

উত্তরাখণ্ডে ৭০ টি আসন,মনিপুরে ৩০ টি ও গোয়ায় ১৯ টি আসনে এগিয়ে আছে বিজেপি।

Advertisement
Share.

Leave A Reply