fbpx

চার সমঝোতা স্বাক্ষর সই বাংলাদেশ-মালদ্বীপের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর বৈঠকের পর দুই দেশের মধ্যে এই সমঝোতা স্মারকগুলো সই হয়।
দুই দেশের মধ্যে যৌথ কমিশন গঠন (জেসিসি), পররাষ্ট্রসচিব পর্যায়ে নিয়মিত বৈঠক, সামুদ্রিক সম্পদ আহরণে সহায়তা ও সাংস্কৃতিক বিনিময়। এই চারটি বিষয়ে আজ সমঝোতা স্মারকে সই করা হয়েছে।
চার সমঝোতা স্বাক্ষর সই বাংলাদেশ-মালদ্বীপের

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। ছবি: মালদ্বীপ প্রেসিডেন্ট কার্যালয়ের টুইটার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সলিহের একান্ত বৈঠকের পর শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক। এরপর দুই নেতার উপস্থিতিতে সমঝোতা স্মারকগুলো সই হয়। বৈঠকে দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
চার সমঝোতা স্বাক্ষর সই বাংলাদেশ-মালদ্বীপের

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ দ্বিপক্ষীয় বৈঠক করেন। ছবি: মালদ্বীপ প্রেসিডেন্ট কার্যালয়ের টুইটার

Advertisement
Share.

Leave A Reply