fbpx

চালকদের দাবির মুখে কোম্পানি কমিশন কমালো ‘পাঠাও’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশের বাইক রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘পাঠাও’ চালকদের জন্য তাদের কোম্পানির কমিশন কমিয়েছে। পাঠাওয়ের এই সিদ্ধান্তের ফলে পাঠাও সংশ্লিষ্ট চালকেরা প্রতিটি ‘ট্রিপ’ এর ভাড়া থেকে পিক আওয়ায়ে ৯০% এবং অফ-পিক আওয়ারে ৮৫% আয় করতে পারবেন।

২৫ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে কার্যকর হচ্ছে ‘পাঠাও’ এর নতুন এই নীতি। ২৫ নভেম্বর সকাল ৮ টা থেকে বেলা ১১ টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত) চালকদের কাছ থেকে ১০% করে কমিশন নেবে পাঠাও। এছাড়া, অফ-পিক আওয়ারে নেবে সর্বোচ্চ ১৫%।

নতুন নির্ধারন করা এই কমিশন সারাদেশের জন্য প্রযোজ্য হবে।

চালকদের আয় বৃদ্ধি এবং তাদের জীবনমানের উন্নয়নে পাঠাও সুযোগ তৈরি করেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ফাহিম আহমেদ। পাঠাও এর সাথে রাইডার কমিউনিটির ইনকাম আরো বাড়াতে এবং তাদের নিরাপদ ও নির্ভরযোগ্য রাইড শেয়ারিং সেবা প্রদানের স্বীকৃতি স্বরূপ পাঠাও বাইকে কমিশন কমিয়ে আনা হয়েছে বলেও জানায় ফাহিম আহমেদ।

জানা যায়, এর আগে অ্যাপভিত্তিক রাইড-শেয়ারিং চালকরা কমিশন কমিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছিলেন। তাদের দাবি পূরণ না হলে আগামী ২৮ নভেম্বর থেকে ধর্মঘটের ঘোষণাও দিয়েছেন তারা।

আজ তারই পেক্ষিতে কোম্পানি কমিশন কমালো ‘পাঠাও’

Advertisement
Share.

Leave A Reply