fbpx

চালু হতে যাচ্ছে ‘জনতার সরকার’ ওয়েব পোর্টাল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশের সাধারণ মানুষ সরকারি যে কোনো সিদ্ধান্তের বিষয়ে সরাসরি আপত্তি কিংবা সাধুবাদ জানানোর সুযোগ পেতে যাচ্ছে এই প্রথম।  নাগরিকদের মতামত জানতে ‘জনতার সরকার’ নামে ওয়েব পোর্টাল চালু করতে যাচ্ছে সরকার। যেখানে ৫৬টি মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরা হবে।

গত শনিবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক সেরা প্রতিবেদন পুরস্কার অনুষ্ঠানে একথা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

পলক জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাধারণ মানুষের মতামতও জানতে চায় সরকার। প্রস্তুত হচ্ছে সেই প্লার্টফর্মও। নাগরিকদের মতামত জানতে জনতার সরকার নামে ওয়েব পোর্টাল চালু হতে যাচ্ছে। যেখানে ৫৬টি মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরা হবে।

প্রতিমন্ত্রী  আরও জানান, বর্তমানে দেশে মুঠোফোন সংযোগ ব্যবহারকারীর সংখ্যা ১৬ কোটি ছাড়িয়েছে। মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করছে প্রায় ১৩ কোটি নাগরিক। দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়নে পৌঁছে গেছে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। আট হাজারের বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে ৬ শতাধিক সরকারি সেবা অনলাইনে পাচ্ছেন সাধারণ মানুষ। এ ছাড়াও তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থান নিশ্চিতে গড়ে উঠছে শতাধিক আইটি ট্রেনিং সেন্টার ও হাইটেক পার্ক।

Advertisement
Share.

Leave A Reply