fbpx

চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন ডেভিড-অ্যার্ডেম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২১ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস এবং লেবাননের আর্ডেম প্যাটাপৌসিয়ান। তাপমাত্রা এবং স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য তাদের যৌথভাবে চিকিৎসা বিজ্ঞানে নোবেল  দেওয়া হয়।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেল কমিটি তাদের দুজনের নাম ঘোষণা করে। কমিটির প্রধান থমাস পার্লম্যান টেলিফোনে নোবেল বিজয়ীদের এই সুসংবাদ দেন।

প্রতিবারের ন্যায় এবারও চিকিৎসায় নোবেলের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠান বা সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে কিছু জানানো হয়নি। সব নথিপত্র অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রেখে তা জনসাধারণের ধরাছোঁয়ার বাইরে রাখা হয়। ডেভিড জুলিয়াস চিকিৎসা শাস্ত্রের শরীরতত্ত্ব এবং আর্ডেম প্যাটাপৌসিয়ান মেডিসিনের ওপর এই পুরস্কার পেলেন। তাপমাত্রা এবং স্পর্শের রিসেপ্টর আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা।

২০২০ সালে  চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছিলেন মার্কিন বিজ্ঞানী হার্ভে জে আল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার এবং এর চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তারা এই সম্মানজনক পুরস্কারে ভূষিত হন।

Advertisement
Share.

Leave A Reply