fbpx

চীনা টিকার দাম প্রকাশ করায় অতিরিক্ত সচিবকে ওএসডি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চীন থেকে কেনা টিকার দাম প্রকাশ করার পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আকতারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে।

১লা জুন শাহিদা আকতারকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে অন্য আদেশের মতো জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

এর আগে, চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদনের পর এক সাংবাদিক সম্মেলনে প্রতি ডোজ টিকার দাম প্রকাশ করেন শাহিদা আকতার।

সরকারি সূত্রগুলো বলছে, চীন থেকে আনা টিকার দাম জানানোর পর বেশকিছু জটিলতা শুরু হয়েছে। এই জটিল পরিস্থিতির কারণেই তাঁকে ওএসডি করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply