fbpx

চীনের উপহারের পাঁচ লাখ টিকা এখন দেশে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এডি সিরিঞ্জ বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট সি-১৩০ জে –এর মাধ্যমে আজ ঢাকায় এসে পৌঁছেছে চীনের উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা।

বুধবার (১২ মে) ভোর ৫টা ৩৫ মিনিটে কুর্মিটোলা বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে টিকা বহনকারী বিমানটি অবতরণ করে। চীনের টিকা এসে পৌঁছানোর বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

চীনের উপহারের পাঁচ লাখ টিকা এখন দেশে

ছবি: চীনা দূতাবাসের উপরাষ্ট্রদূতের ফেসবুক থেকে নেওয়া

এর আগে, গত সোমবার দুপুরে ঢাকায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আজ টিকা আসার কথা জানিয়েছিলেন।

লি জিমিং জানান, আজ বুধবার চীনের উপহারের পাঁচ লাখ টিকা আসলেও বাংলাদেশ বাণিজ্যিকভাবে যে টিকা তাদের কাছ থেকে পেতে চায়, তার জন্য আরও সময় লাগবে। কারণ, মাত্র কিছুদিন আগে বাংলাদেশ সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে। আর চীনের টিকার চাহিদা অনেক দেশেরই থাকায়, টিকা পাওয়ার সারিতে বাংলাদেশ খুব একটা সামনের দিকে নেই বলে জানান তিনি। তাই ডিসেম্বর পর্যন্ত টিকা পেতে অপেক্ষা করতে হতে পারে বাংলাদেশকে।

Advertisement
Share.

Leave A Reply