fbpx

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঢাকায় পৌছেছেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা করতে শনিবার বিকেলে ঢাকায় এসেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর চীনা পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

২ দিনের সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রীর আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

ওয়াং ই’র সফরে দু’দেশের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনাসহ কয়েকটি সমঝোতা স্মারক সই ও নবায়নের সম্ভাবনা আছে।

চীনা স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ককে নতুন স্তরে উন্নীত করবে বলে আশাপ্রকাশ করেছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে অত্যন্ত মূল্যায়ন করি। এই সফর সম্পর্ককে একটি নতুন স্তরে উন্নীত করবে।’

ওয়াং ইয়ের সফরকে সামনে রেখে এসব কথা বলেন চুনয়িং।

মুখপাত্র বলেন, তারা আশা করেন এই সফর ২ দেশের নেতাদের মধ্যে ‘অভিন্ন সমঝোতা’ বাস্তবায়ন ও পারস্পরিক সুবিধাজনক সহযোগিতাকে ‘গভীর’ করার সুযোগ দেবে।

চুনয়িং বলেন, ‘তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও শেয়ার্ড স্বার্থ বিষয়ক আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করবেন।’

পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে রবিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর একটি হোটেলে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার বিকেলে ওয়াং ই ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।

Advertisement
Share.

Leave A Reply