fbpx

চীনে পালিত হলো বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বুধবার (১৭ মার্চ) সকালে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাষ্ট্রদূত মাহবুব উজ জামান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্য ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় রাষ্ট্রদূত ও দূতাবাসের সকল কর্মকর্তা দূতাবাসের নবগঠিত বঙ্গবন্ধু কর্ণার এবং গ্রন্থাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে পাঠ করে শোনানো হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বার্তা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আয়োজনে থাকে জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি ওয়েবিনার। এতে অংশগ্রহণ করেন রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, বাংলাদেশে নিযুক্ত চীনের সাবেক রাষ্ট্রদূত চাই সি, চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারী, চীনের সরকারি কর্মকর্তারা, বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবি, চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীসহ আরো অনেকে।

চীনে পালিত হলো বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী

অনুষ্ঠানের আয়োজনে ছিল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি ওয়েবিনার। ছবি: সংগৃহীত

পুরো দিনব্যাপি আয়োজিত এ অনুষ্ঠানের তৃতীয় পর্বে সন্ধ্যায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দূতাবাস।

Advertisement
Share.

Leave A Reply