fbpx

চীনে বাণিজ্যের নতুন দিগন্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চীনের গুয়াংশি ঝুয়াংয়ে হয়ে গেল চার দিন ব্যাপী চীন-আসিয়ান ব্যবসা ও বিনিয়োগ শীর্ষ সম্মেলন। এই সম্মেলন অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা বলে মনে করছেন বিশ্লেষকরা। চীন বলছে, গেল ১৭ বছরের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার ফলে আসিয়ান দেশগুলোর সাথে তাদের সহযোগিতার যে নজির স্থাপিত হয়েছে তা এই অঞ্চলের ভবিষ্যতের জন্য মাইলফলক। অনলাইন ও অফলাইনে অংশগ্রহণের সুযোগ কোভিড মোকাবিলা করে ডিজিটাল সিল্ক রোড নির্মাণের পথকে উন্মুক্ত করছে, যা আসিয়ান দেশগুলোর সাথে চীনের টেকসই বাণিজ্যের ভিত্তিকে আরও মজবুত করবে বলেও মনে  করা হচ্ছে।

বাংলাদেশ, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ইয়েমেন, মিশর, আমেরিকা, গুয়াতেমালা, কোরিয়া, নেপাল, সুদান, ভারত, সোমালিয়াসহ আরো অনেক দেশ থেকে ব্যবসায়ী প্রতিনিধিরা এই এক্সপোতে অংশগ্রহণ করে।  বেইজিং চিনহান প্রোডাকশন ম্যানেজমেন্ট এন্ড ট্রেডিং কোম্পানিতে হেড অব ইন্টারন্যাশনাল সেলস হিসেবে কর্মরত এক্সিবিশনে অংশ নেওয়া বাংলাদেশি সারোয়ার হোসেন বলেন, -’এ বছরের চীন আসিয়ান এক্সপো বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ আরসিইপি (RCEP) চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর আসিয়ান ভুক্ত দেশ সমূহ ও চীনের ব্যাবসায়ীদের মধ্যে এটাই প্রথম মিলনমেলা। এই মেলায় আসিয়ান ভুক্ত দেশ বাদেও, ইরান, ব্রাজিলসহ আরো অনেক দেশের ব্যাবসায়ীরা অংশগ্রহণ করেন। এই মেলায় যোগ দিয়ে আমি এই সকল দেশের ব্যাবসা বাণিজ্য ও অনেক পণ্য সম্পর্কে জানতে পেরেছি।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের সরকার এবং ব্যাবসায়ীরা এই মেলায় অংশগ্রহণ করতে পারলে দেশের পণ্য সামগ্রী সম্পর্কে সবাই জানতে পারত।’

Advertisement
Share.

Leave A Reply