fbpx

চুমুর কারণে মন্ত্রীত্ব ছাড়লেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ক্ষমা চেয়েও পার পেলেন না ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। করোনা মোকাবিলায় চলমান সামাজিকবিধি নিষেধের মধ্যেই সহকর্মীকে চুমু খাওয়ায়, সমালোচনার মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি।

শনিবার হ্যানককের পদত্যাকপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

সাবেক চ্যান্সেলর সাজিদ জাভিদ স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন বলেও নিশ্চিত করেছে ডাউনিং স্ট্রিট।

দেশটিতে করোনার চলমান স্বাস্থ্য বিধির মধ্যেই হ্যানকক ও তার সহকর্মী গিনা কোলাডঅ্যাঞ্জেলোর সাথে অন্তরঙ্গ মুহূতের একটি ছবি সংবাদপত্রে প্রকাশ হয়। সংবাদমাধ্যম বিবিসি জানায়, ছবিটি গেল ৬ মে স্বাস্থ্য বিভাগের ভেতরেই তোলা হয়েছিল।

সমালোচকদের দাবি, স্বাস্থ্যবিধি তৈরি করা খোদ স্বাস্থ্যমন্ত্রীই যখন নিয়ম ভাঙ্গেন তখন তাকে বরখস্ত করাই উচিৎ।

বিষয়টি সামনে আসার পরই এর জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। ক্যানকক বলেন ‘আমি মানুষকে হতাশ করেছি।’

এ ঘটনা বেশিদূর এগুতে চায়নি ডাউনিং স্ট্রিটও। এমনকি হ্যানকককে ক্ষমা করে দেয়া হয়েছে বলেও জানিয়েছিলেন প্রধানমমন্ত্রী বরিস জনসন।

সব ছাপিয়েও বিভিন্ন মহল স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করে আসছিল। এর মুখেই শনিবার পদত্যাগ পত্র জমা দেন ম্যাট হ্যানকক। সেই সাথে চুমুর ঘটনার জন্য আবারও ক্ষমা চান তিনি।

হ্যানককের পদত্যাগে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটির করোনা মোকাবিলায় ম্যাট হ্যানককের বিশেষ অবদান ছিল বলে তাকে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

 

 

Advertisement
Share.

Leave A Reply