fbpx

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৭.৮ ডিগ্রি, টানা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ নামছেই। টানা চার দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে টানা তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এই জেলায়। রবিবার (০৮ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শীত ও ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বাইরে বের হতে না পেয়ে তাদের রোজগারে টান পড়ছে। ভোর থেকে অপেক্ষা করেও মিলছে না কাজ। কাজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে অনেককেই।

অনেকে রাস্তার পাশে খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। প্রয়োজনীয় কাজ ছাড়া তীব্র শীতের হাত থেকে বাঁচতে অনেকে বাড়ি থেকে বের হচ্ছেন না। দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, গত চার দিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া বাতাসের আদ্রতার পরিমাণ বেশি। দিনে সূর্যের উত্তাপ মিলছে না। এতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আরও কয়েকদিন এরকম পরিস্থিতি বিরাজ করতে পারে।

এর আগে গত শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায়; ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবারও (০৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এই জেলায়; ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
Share.

Leave A Reply