fbpx

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮০ হাজার ডলার উদ্ধার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের সময় ৮০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩ আগস্ট) বিকেল ৪ টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে ডলার উদ্ধারের তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী এলাকায় সীমান্ত পিলারের ৩০০ গজের মধ্যে দেশের ভেতরে অভিযান চালায় বিজিবি। এসময় এক চোরাচালানকারী একটি ব্যাগ ছুঁড়ে ফেলে পালিয়ে যান। ব্যাগটি জব্দ করে কাগজে মোড়ানো ৮টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রত্যেকটি প্যাকেট থেকে ১০০ ইউএস ডলারের ১০০টি নোট পাওয়া যায়। ৮টি বান্ডেলে সর্বমোট ৮০ হাজার ডলার উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, ডলারগুলো ভারতে পাচার করা হচ্ছিল। ডলারের মূল্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নির্ধারণ করা হবে।

Advertisement
Share.

Leave A Reply