fbpx

চুয়েটের হল খুলেছে ১৯ মাস পর!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সব কয়টি আবাসিক হল টানা ১৯ মাস বন্ধের পর অবশেষে আজ খুলে দেওয়া হলো।

বুধবার (২০ অক্টোবর) সকালে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে শেষ বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পরিদর্শন করেন।

জানা যায়, আজ সকাল থেকেই ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা হলের গেইটে আসতে থাকেন। শিক্ষার্থীরা দীর্ঘদিন পর হলে ওঠায় চুয়েট ক্যাম্পাসে যেন ফিরেছে প্রাণ।

শিক্ষার্থীদের বরণ করে নিতে নানান রকম উদ্যোগ নেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। শিক্ষার্থীদের ফুল ও চকলেট দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি করোনা সুরক্ষার অংশ হিসেবে তাদের মাঝে বিতরণ করা হয় মাস্ক ও স্যানিটাইজার।

Advertisement
Share.

Leave A Reply