fbpx

চ্যাম্পিয়ন মোহামেডানকে হারালো বসুন্ধরা কিংস!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশের ফুটবল ইতিহাসে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। তার কারণ বাংলাদেশে কোনো ক্লাবের নিজস্ব স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় এটিই প্রথম ম্যাচ। বসুন্ধরা কিংস-মোহামেডান ম্যাচের দ্বিতীয়ার্ধে কিংস অ্যারেনায় ফ্লাডলাইট জ্বলে ওঠে। চলতি মৌসুমে ঘরোয়া ফুটবলেও এটি প্রথম ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত ম্যাচ।

মোহামেডান দীর্ঘ ১৪ বছর অপেক্ষার পর ফেডারেশন কাপের শিরোপা জিতেছে। ফেডারেশন কাপের শিরোপা জয়ের পর প্রিমিয়ার লিগের ম্যাচে আজ মাঠে নামে সাদা-কালোরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করা বসুন্ধরা কিংসের মুখোমুখি হয় আলফাজের দল। নিজেদের মাঠ কিংস অ্যারেনায় ফ্লাডলাইটের আলোয় মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে কিংস।

আজকের ম্যাচে ছিলেন না ঢাকা মোহামডোনের নিয়মিত অধিনায়ক সুলেমান দিয়াবাতে। তিনটি হলুদ কার্ড দেখায় আজকের ম্যাচে খেলতে পারেননি ফেডারেশন কাপের ফাইনালে একাই চার গোল করা ‍দিয়াবাতে।

অধিনায়কের অনুপস্থিতিতে শুরু হওয়া ম্যাচে মাত্র ১ মিনিট ১৬ সেকেন্ডের মাথায় লিড নেয় মোহামেডান। নাইজেরিয়ান ফুটবলার সানডে দুর্দান্ত এক গোল করে কিংস অ্যারেনায় মোহামেডান সমর্থকরদের উৎসবে মাতান।

তবে লিড খুব বেশি সময় ধরে রাখতে পারেনি সাদা-কালো বাহিনীরা। গোল হজম করার মাত্র আট মিনিট পরই ম্যাচে সমতায় ফেরে কিংস। ব্রাজিলিয়ান মিগুয়েলের গোলে কিংস দর্শকরা মেতে ওঠেন উল্লাসে। খেলার ৪০ মিনিটের সময় কিংস উইঙ্গার রাকিব হোসেন দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণভাবে প্লেসিংয়ে গোল করেন। ২-১ ব্যবধান এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস।

২-১ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে মোহামেডান। বেশ কিছু সুযোগ পেলেও কাঙ্খিত গোল করতে পারেনি আলফাজের দল। ম্যাচের নির্ধারিত সময়ে আর গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা মোহামেডান সমতা আনার চেষ্টা করেও সফল হয়নি। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় বসুন্ধরা কিংস। নিজেদের মাঠে ফ্লাডলাইটের আলোয় প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে অস্কার ব্রুজোনের শিষ্যরা।

Advertisement
Share.

Leave A Reply