fbpx

ছাদে বর্ষবরণে রঙিন ঢাকার আকাশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

উন্মুক্ত জায়গায় বর্ষবরণ অনুষ্ঠানে বাধা ছিল। কিন্তু মুক্ত ছিল শহরের ছাদ। কর্তৃত্বের বাইরে থাকা এক চিলতে মুক্তাঞ্চল।

তাতেই উৎসবে মেতেছেন ঢাকাবাসী। মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টা ছোয়ার আগেই শুরু হয় উল্লাস। একের পর এক আতশবাজি, লেজারের আলোয় রঙিন হয় মধ্যরাতের ঢাকার আকাশ। কোথাও চলে গান। জ্বলে বার বি কিউ পার্টি।

এভাবেই করোনাময় বিষাদের বছরকে বিদায় জানান সবাই। নতুন বছরকে ঘিরে প্রত্যাশা অনেক। তারই প্রমাণ ছিল গত মধ্যরাতের ঢাকা।

Advertisement
Share.

Leave A Reply