fbpx

ছিনতাই হওয়া ১১ কোটি টাকার বেশিরভাগই উদ্ধার: ডিবি প্রধান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকার উত্তরার তুরাগ এলাকা থেকে ডাচ-বাংলা ব্যাংকের একটি গাড়ি থেকে ছিনতাই হওয়া ১১ কোটি ২৫ লাখ টাকার বেশিরভাগই উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘আমাদের সন্দেহ হচ্ছে এই ঘটনার সঙ্গে একটি নির্দিষ্ট গোষ্ঠী জড়িত থাকতে পারে।’

তবে, কত টাকা উদ্ধার করা হয়েছে তা জানাননি ডিবি প্রধান।

এর আগে, আজ বৃহস্পতিবার সকালে এটিএম মেশিনে টাকা রিফিল করতে যাওয়ার পথে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) একটি গাড়ি থেকে ১১ কোটি টাকা ছিনতাই হয়। রাজধানীর তুরাগ এলাকায় এ ঘটনা ঘটে।

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে মাইক্রোবাসে করে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা মিরপুরে ব্যাংকের অফিস থেকে টাকা নিয়ে সাভার এলাকার দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।’

Advertisement
Share.

Leave A Reply