fbpx

‘ছয়ে’ বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ওয়ানডে ফরম্যাটে দারুণ শক্তিশালী দল এখন বাংলাদেশ। সাউথ আফ্রিকায় তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ দলের সাম্প্রতিক সাদা বলের সাফল্যে টাইগাররা এখন আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। ৩৬ ম্যাচে টাইগারদের রেটিং পয়েন্ট ৯৩।

বুধবার চলমান পাকিস্তান-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় বাংলাদেশের পয়েন্ট টেবিলে বাংলাদেশের নিচে নেমে গেছে পাকিস্তান দল। ২৮ ওয়ানডে খেলা পাকিস্তানের রেটিং একই হলেও ৭ নম্বরে নেমে গেছে পাকিস্তান। তবে, আইসিসির প্রকাশ করা সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে সাউথ আফ্রিকা এখন ১০২ রেটিং পয়েন্ট নিয়ে টাইগারদের উপরে অবস্থান করছে।

এছাড়াও, ১২১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৭। তৃতীয় অবস্থানে থাকা ভারতের পয়েন্ট ১১০। তালিকার আটে শ্রীলঙ্কা (৮১), নয়ে ওয়েস্ট ইন্ডিজ (৭৭) এবং দশে রয়েছে আফগানিস্তান (৬৮)।

Advertisement
Share.

Leave A Reply