fbpx

ছয় ছাত্রের চুল কেটে দেওয়া শিক্ষকের বিরুদ্ধে মামলা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় হামছাদী কাজির দিঘিরপাড় আলিম মাদ্রাসার ছয় ছাত্রের চুল কেটে দিয়েছেন মঞ্জুরুল কবির নামে এক মাদ্রাসা শিক্ষক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে ওই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন ভুক্তভোগী এক শিক্ষার্থীর মা।

ভুক্তভোগী শিক্ষার্থীরা বলছেন, গত ৬ (অক্টোবর) বুধবার তাদের ইংরেজি ক্লাস চলছিল। এ সময় হঠাৎ জ্যেষ্ঠ শিক্ষক মঞ্জুরুল কবির তাদের ডাকেন এবং কাঁচি দিয়ে তাদের ছয়জনের মাথার চুল কেটে দেন। এতে করে সহপাঠীদের সামনে লজ্জিত হয় তারা।

এ ঘটনায় মামলা হবার পর ওই দিন রাত নয়টার দিকে উপজেলার কাজির দিঘিরপাড় এলাকা থেকে মঞ্জুরুল কবিরকে আটক করে পুলিশ। অভিযুক্ত মঞ্জুরুল কবির ওই মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও জামায়াতে ইসলামের ইউনিয়ন আমির।

এ বিষয়ে পুলিশ বলছে, কোনো শিক্ষক ছাত্রদের চুল কাটতে পারেন না। এ ঘটনায় একজন ছাত্রের অভিভাবক থানায় মামলা করেছেন। ওই মামলায় মাদ্রাসার শিক্ষক মঞ্জুরুল কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনা নিয়ে তদন্ত চলছে। প্রয়োজন হলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

Advertisement
Share.

Leave A Reply