fbpx

ছয় বাংলাদেশিকে খুঁজছে ইন্টারপোল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ থেকে সাধারণ মানুষকে চাকরির লোভ দেখিয়ে বিদেশে পাচার ও তাদের আটকে রেখে মুক্তিপণ আদায় এবং হত্যার অভিযোগে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল বাংলাদেশের ছয় মানব পাচারকারীকে খুঁজছে।

এই ছয় জন হলেন, মিন্টু মিয়া, স্বপন, শাহাদাত হোসেন, নজরুল ইসলাম মোল্লা, ইকবাল জাফর ও তানজিরুল।

এদের মধ্যে নজরুলের বাড়ি মাদারীপুরে, শাহাদাতের ঠিকানা ঢাকায়। বাকি চারজনই কিশোরগঞ্জের বলে ইন্টারপোলের নোটিসে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের সিআইডির মিডিয়া উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

গত ২৮ মে লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে একদল মানব পাচারকারী ও তাদের স্বজনরা। ওই ঘটনায় চার আফ্রিকান অভিবাসীও নিহত হন এবং আহত হন আরো ১১ বাংলাদেশি।

Advertisement
Share.

Leave A Reply