fbpx

জনসন ও বাইডেনের সম্পর্ক জোরদারের অঙ্গীকার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রথম ইউরোপীয় নেতা হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টেলিফোনে কথা বলেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এ সময় দুই নেতা তাঁদের সম্পর্ককে গভীর এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতা আরো জোরদার করার অঙ্গীকার করেছেন।

ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়েছে, এসময় জনসন বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন এবং দু’দেশের সম্পর্ককে আরো গভীর করার আগ্রহ প্রকাশ করেছেন। উভয় নেতা দু’দেশের সম্ভাব্য অবাধ বাণিজ্য চুক্তির সুবিধা নিয়েও এসময় আলোচনা করেছেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

২০১৯ সালে জনসনকে শারীরিক ও মানসিকভাবে ডোনাল্ড ট্রাম্পের ক্লোন বলে উল্লেখ করেছিলেন বাইডেন। বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের শীতল সম্পর্কে উষ্ণতা তৈরিই এ ফোনালাপের উদ্দেশ্য।

এছাড়া, দু’নেতাই বর্তমান বাণিজ্য ইস্যু সমাধানের পাশাপাশি যত দ্রুত সম্ভব সাক্ষাত করবেন বলে জানিয়েছেন। চলতি বছরের নভেম্বরে স্কটল্যান্ডে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনের বিষয়ে একযোগে কাজ করারও অঙ্গীকার করেন এই দুই নেতা।

এর আগে, বাইডেন কানাডা ও মেক্সিকান নেতার সাথেও কথা বলেন।

Advertisement
Share.

Leave A Reply