fbpx

জমির অভাবে খেলার মাঠ প্রতিষ্ঠা করা যাচ্ছে না: মেয়র তাপস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জমির অভাবে পর্যাপ্ত খেলার মাঠ এবং উদ্যান প্রতিষ্ঠা করা যাচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৭ জুলাই) দক্ষিণ ঢাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসাবো বালুর মাঠে ‘বাসাবো সবুজ বলয়’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

শেখ তাপস বলেন, ‘প্রতিটি ওয়ার্ডেই ন্যূনতম একটি করে খেলার মাঠ বা উদ্যান প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। খেলার মাঠ-উদ্যান প্রতিষ্ঠা ও নান্দনিক পরিবেশ সৃষ্টি করতে সবচেয়ে বড় বাধা হলো জমির অভাব এবং পর্যাপ্ত জমির সংস্থান করা।‘

উদ্বোধন করা সবুজ বলয় সম্পর্কে মেয়র বলেন, ‘আমরা এই বলয়কে কেন্দ্র করে ফিফা’র মানদণ্ড অনুযায়ী যেমনি ফুটবল খেলা ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের আলাদা ব্যবস্থা রেখেছি তেমনি দর্শকদের বসার জায়গাও রেখেছি। ক্রিকেটের জন্য নেট প্র্যাকটিস এর ব্যবস্থা রেখেছি। শিশুরা যেন খেলতে পারে ও অন্য খেলার সাথে তাদের যেন সংঘর্ষ না হয়, সেই জন্য আলাদা ব্যবস্থাও রাখা হয়েছে।‘

জায়গার সংকট থাকা সত্ত্বেও খেলার মাঠ ও উদ্যান প্রতিষ্ঠার পরিকল্পনা অব্যাহত রাখা হবে, আশা প্রকাশ করে ডিএসসিসি মেয়র বলেন, ‘আজ যে মাঠে আমরা সবুজ বলয় এর উদ্বোধন করলাম, সেই জমিটি দখল করার জন্য অনেকেই চেষ্টা করছিল। কিন্তু এই এলাকার সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও আমাদের কাউন্সিলরসহ সকলের চেষ্টায় জমিটা রক্ষা করতে পেরেছি বলেই আজ আমরা এই প্রকল্প বাস্তবায়ন করতে পেরেছি।‘

মাঠ বা উদ্যান বানানোর জায়গা নিয়ে সব ওয়ার্ডেই সংকট আছে জানিয়ে তাপস বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডে মাঠ প্রতিষ্ঠার জন্য এক চিলতে জমি পর্যন্ত ছিল না। আমরা অনেক খুঁজে সেখানেও একটি জমি চিহ্নিত করেছি। সেখানে অবৈধভাবে ট্রাকস্ট্যান্ড করে রাখা হয়েছে। ইনশাআল্লাহ সেই জমিটা দখলমুক্ত করে সেখানে একটা খেলার মাঠ তৈরি করতে সফল হবো বলে আমি আশা করছি।‘

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, ‘আজকে আমরা যে সবুজ বলয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলাম, ২০০০ সালে আমরা এখানে একটি সবুজ বলয় করার উদ্যোগ নিয়েছিলাম। তখন থেকে প্রকল্প নিয়ে কাজ করছি। রাজনৈতিক পট পরিবর্তন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে আইনী জটিলতা তৈরীর চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে।‘

Advertisement
Share.

Leave A Reply