fbpx

জর্ডানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতি!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অধিবেশন চলাকালে মধ্যপ্রাচ্যের রাষ্ট্র জর্ডানের পার্লামেন্টে সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সংবিধানে নারীর সমান অধিকারসহ বেশ কয়েকটি বিষয় সংশোধন করাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতি-মারামারিতে জড়িয়ে পড়লেন কয়েকজন এমপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় মূলতবি রাখা হয় পার্লামেন্ট।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে অপ্রীতিকর এ ঘটনা ঘটে দেশটির পার্লামেন্টে। যা রাষ্ট্রীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের স্পিকার একজন সদস্যকে ফ্লোর ত্যাগ করতে বললে অধিবেশন কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। এমপিদের মৌখিক বিবাদ একপর্যায়ে মারামারিতে গড়ায়।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত লাইভ ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন এমপি একে অপরকে ঘুষি মারার এক পর্যায়ে একজন মেঝেতে পড়ে যান। এ সময় অন্য আর একজন এমপি চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। বেশ কয়েক মিনিট ধরে চলে এই বিশৃঙ্খল পরিস্থিতি।

উল্লেখ্য, ১৯৫২ সালে দেশটির সংবিধান রচিত হয়। এরপর অন্তত ২৯ বার এটি সংশোধন করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply