fbpx

জলাশয় রক্ষায় ছয় মাস অন্তর প্রতিবেদন দিতে হবে পরিবেশ অধিদপ্তরকে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সাভার উপজেলার চারটি খাল রক্ষায় দূষণকারী কারখানাগুলোর বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা প্রতি ছয় মাস পরপর প্রতিবেদন আকারে জানাতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সাভারের বাগাইল, ধোলাই ও পাকুরিয়া বিল এবং কর্ণপাড়া খালে কারখানার বিষাক্ত ও ক্ষতিকর বর্জ্য নিঃসরণ বন্ধে ও জলাশয়গুলো রক্ষা করতে ১০ বছর আগে ২০১১ সালে আদালতে একটি রিট করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। পরে ওই বছরের এপ্রিল মাসে রুলসহ আদেশ দেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

বিষয়টি চলমান তদারকিতে থাকবে উল্লেখ করে আদালত আরও বলেন, পরিবেশ অধিদপ্তর যে যুক্তি দিয়েছে, তা বিবেচনায় নেওয়ার যৌক্তিকতা দেখা যাচ্ছে না।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন বেলার প্রধান নির্বাহী আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও সাঈদ আহমেদ কবীর। পরিবেশ অধিদপ্তরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুনতাসীর উদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।

Advertisement
Share.

Leave A Reply