fbpx

জলে ভেসে লোকালয়ে হরিণ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার লোকালয় থেকে দুটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বেতমোর ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামে হরিণ দুটি উদ্ধার করেন এলাকাবাসী।

স্থানীয় জেলে শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে উলুবাড়িয়া বেড়িবাঁধের পাশে ঝোপঝাড়ের ভিতর একটি হরিণ দেখতে পান তিনি। এ সময় হরিনটি তাড়া করে বিশ্বাস বাড়ির সামনে থেকে হরিণটিকে উদ্ধার করা হয়।

কিছু সময় পরে একই এলাকায় আরেকটি হরিণ দেখতে পান এলাকাবাসী। সেটিকে তাড়া করে পার্শ্ববর্তী এলাকা গোলবুনিয়া গ্রামের আমতলা বাজারের উত্তর পাশের মিলন ফরাজী বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয় অপর হরিণটি।

শরনখোলা উপজেলার বগী ফরেস্ট স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা (বন প্রহরী) হাবিবুর রহমান বলেন, উলুবাড়িয়া গ্রামের মৎস্য ব্যবসায়ী আ: হামিদ খান আমাকে ফোন করে হরিণ উদ্ধারের বিষয়টি জানায়। পরে নদী পার হয়ে সেখানে গিয়ে হরিণ দুটি গ্রহণ করি আমরা।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ জয়নাল আবেদিন বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসের কারণে হরিণ দুটি ভেসে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply