fbpx

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারালে হলেন রাবাব ফাতিমা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারালে হলেন সংস্থাটিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। বৃহস্পতিবার ( ৯ জুন) জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস তাকে নিয়োগের ঘোষণা দেন।

রাষ্ট্রদূত রাবাব ফাতিমা কাজ করবেন স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্ঠিত উন্নয়নশীল দেশে ও ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশের প্রতিনিধি হিসেবে।

সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়েছে, রাবাব ফাতিমা জাতিসংঘের ইউএনওএইচআরএলএলএসের জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে জামাইকার কোর্টেনে র‍্যাটরের স্থলাভষিক্ত হয়েছেন। জাতিসংঘ সিস্টেমে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে রাস্ট্রদূত রাবাব ফাতিমাই হচ্ছেন সর্বোচ্চ পদে নিয়োগ প্রাপ্ত ব্যক্তি।

২০১৯ সালের ৬ ডিসেম্বর থেকে রাবাব ফাতিমা জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত জাপানে রাষ্ট্রদূত ছিলেন।

আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণের আগে স্থায়ী প্রতিনিধি হিসেবে বিদায় নিবেন তিনি। এই পদে বাংলাদেশ নতুন একজনকে নিয়োগ দেবে।

Advertisement
Share.

Leave A Reply