fbpx

‘জানিয়ে না জানিয়ে স্কুল পরিদর্শনে যাবো, অনিয়ম পেলেই ব্যবস্থা’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

স্বাস্থ্যবিধি না মানলে বা শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত না করলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রবিবার (১২ সেপ্টেম্বর) দেড় বছর পর স্কুল খোলার প্রথম দিন রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতি ও ডেঙ্গুর প্রকোপ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা ব্যবস্থা স্কুল কর্তৃপক্ষকেই করতে হবে। কোন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মের ব্যত্যয় হতে দেখলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।‘

দীপু মনি আরও বলেন, ‘আমরা আজকে এখানে জানিয়ে এসেছি। এরপরের পরিদর্শনে না জানিয়ে যাবো। যেকোন স্কুলে যেকোন সময় পরিদর্শনে যাবো। শিক্ষক কর্মকর্তা বা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, যেই হোন, যাদের এটি দেখভাল করার কথা কিংবা যারা এটা দেখছেন, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করলে আমরা কঠোর হবো।‘

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে গেলে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

Advertisement
Share.

Leave A Reply