fbpx

জাপানি নারীর ২ সন্তান থাকবে ভিক্টিম সাপোর্ট সেন্টারে: হাইকোর্ট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাপানি নারী নাকানো এরিকোর দুই শিশু সন্তানকে ঢাকার তেজগাঁওয়ের মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভিক্টিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গতকাল সোমবার (২৩ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এই দুই শিশুর মা নাকানো এরিকোর করা রিট পিটিশন এবং বাবা ইমরান শরীফের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

এ সময় সাপোর্ট সেন্টার কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মা এরিকোকে এবং বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাবা ইমরানকে সন্তানদের সাথে দেখা করার সুযোগ করে দিতে।

এর আগে, গত রবিবার (২২ আগস্ট) দুই শিশুকে তাদের বাবা ইমরান শরীফের জিম্মা থেকে নিয়ে যাওয়া হয়।

এদিকে, আদালত দুই পক্ষের আইনজীবীদের আগামী ৩১ আগস্টের মধ্যে পারিবারিক সমস্যা নিরসনের বিষয়ে যথাযথ ভূমিকা রাখতেও নির্দেশ দিয়েছেন। ওইদিন হাইকোর্টে এ বিষয়ে শুনানি নিয়ে দুই শিশু ১১ বছরের নাকানো জেসমিন মালিকা ও ১০ বছরের নাকানো লায়লা লিনার উপস্থিতিতে পরবর্তী আদেশ দেওয়া হবে।

Advertisement
Share.

Leave A Reply