fbpx

জাপান থেকে ২৫ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ জাপান থেকে ২৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। চলতি বা আগামী সপ্তাহে তাঁরা এ টিকা পাঠাবে বলে বুধবার (৭ জুলাই) সাংবাদিকদের জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। এ সময় বিভিন্ন দেশে জাপানের টিকা দেওয়ার প্রসঙ্গটি উল্লেখ করে আমাদের টিকা দেওয়ার অনুরোধ জানিয়েছি। এ সপ্তাহে বা আগামী সপ্তাহে তাঁরা কোভ্যাক্সের আওতায় একটা বড় অঙ্কের টিকা পাঠাবেন। কোভ্যাক্সের আওতায় বলে এটা বিনা মূল্যে পাব। জাপান থেকে আড়াই মিলিয়ন টিকা পাবে বাংলাদেশ।’

তিনি আরও বলেন, জাপানের কাছ থেকে আমরা অ্যাস্ট্রাজেনেকার টিকা পাব। তাদের কাছে অ্যাস্ট্রাজেনেকার টিকা আছে।

চীন থেকে প্রতি মাসে ৫০ লাখ করে তিনমাসে দেড় কোটি সিনোফার্মের কেনা টিকা দেশে আসবে। চলতি মাসের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়ন থেকে দশ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

Advertisement
Share.

Leave A Reply