fbpx

জাবির ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৩৪ শতাংশ শিক্ষার্থী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম দিনে ৩৪ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আর পরীক্ষায় অংশ নেন ৬৬ শতাংশ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) জীববিজ্ঞান অনুষদের ডি ইউনিটের ৫টি শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে অন্যবারের তুলনায় এবার পরীক্ষার্থী উপস্থিতির হার কম বলে জানান দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর আব্দুল জব্বার হাওলাদার বলেন, ‘ডি ইউনিটের আজকের ৫টি শিফটে মোট পরিক্ষার্থী ছিল ৩৪ হাজারের মতো। তবে পরীক্ষায় অংশ নিয়েছে ২২ হাজারের মতো পরীক্ষার্থী। শতাংশের হিসেবে ৬৬ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এছাড়া ৩৪ শতাংশ অনুপস্থিত ছিলেন। ’

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, এবার পরীক্ষার্থীদের বড় অংশ ভর্তি পরীক্ষায় অনুপস্থিত। কেন্দ্র অনুযায়ী ৪০ থেকে ৫০ শতাংশ পরীক্ষার্থী এবার পরীক্ষায় অনুপস্থিত থাকছেন। তবে কী কারণে পরীক্ষার্থীর উপস্থিতি কম তা জানা যায় নি।

বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর মোজাম্মেল হক জানান, ‘পরীক্ষার্থীর উপস্থিতি এবার বেশ কম। অন্যান্য বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রথমদিকে অনুষ্ঠিত হতো। এবার শেষের দিকে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে উপস্থিতি কম হতে পারে। এছাড়া দু’দিন আগের পরিবহন ধর্মঘটও একটা কারণ হতে পারে।’

Advertisement
Share.

Leave A Reply