fbpx

জাবির হলে থাকতে পারবে না ভর্তি পরীক্ষার্থীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা। তবে এবার পরীক্ষা দিতে আসা কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকতে পারবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবর রহমান। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন৷

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ বছর আমরা কোনো পরীক্ষার্থীকে হলে অবস্থান করতে দেবো না। আমাদের শিক্ষার্থীদের আত্মীয়স্বজন বা পরিচিত কাউকেই এ বছর হলে রাখা যাবে না। আমার ধারণা ছিল এবার শিক্ষার্থীদের থেকেই এমন দাবি আসবে, যাতে পরীক্ষার্থীদের হলে ওঠানো না হয়। কারণ সারাদেশ থেকে আসা পরীক্ষার্থীদের যদি আমরা হলে রাখি, তবে করোনা সংক্রমণ ব্যাপকহারে বাড়ার সম্ভাবনা রয়েছে। আর সংক্রমণ বাড়লে বিশ্ববিদ্যালয় বন্ধের সম্ভাবনা তৈরি হতে পারে।’

তিনি পরীক্ষার্থীদের নিজ নিজ দায়িত্বে আসার এবং তাদের সুবিধামতো বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকার ব্যবস্থা করার পরামর্শ দেন।

প্রসঙ্গত, আগামী ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে জাবির ভর্তি পরীক্ষা। এবারের পরীক্ষায় ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে আবেদন পড়েছে মোট ৩ লাখ ৭ হাজার ৯৭৮ টি। সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়বেন ১৬৩ জন শিক্ষার্থী।

Advertisement
Share.

Leave A Reply