fbpx

জার্মানি-স্পেনের বিশ্বকাপ মিশন শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রতি বিশ্বকাপেই একটা গ্রুপ থাকে, যাদের ভাবা হয় ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে। চার দলের মধ্যে পরের রাউন্ডে যেতে পারবে দুই দল; কিন্তু, চারদলই শক্তিশালী। জার্মানি, স্পেনের সাথে জাপান, কোস্টারিকা; গ্রুপ ‘ই’ কেই তাই ভাবা হচ্ছে এবারের বিশ্বকাপের ‘গ্রুপ অব ডেথ’।

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে জার্মানি-জাপান; রাত ১০টায় আল থুমামা স্টেডিয়ামে স্পেন-কোস্টারিকা।

বিশ্বকাপের অতীত ইতিহাস ঘাটলে জার্মানির নাম অনায়াসেই যে কেউই বলে দেবে। ইউরোপ থেকে কাতার বিশ্বকাপ সবার আগে নিশ্চিত করা দল তো বটেই, ব্রাজিলের সমান সংখ্যক বিশ্বকাপ জিততে পারে এবারের আসরে এমন দলও একমাত্র তারাই। বিংশ শতাব্দীতে অনুষ্ঠিত হওয়া পাঁচ বিশ্বকাপের চারটাতেই সেমিফাইনালিস্ট! গ্যানেব্রী-মুসিয়ালা-সানে-রুডিগার-সুলাদের সাম্প্রতিক পারফর্ম্যান্সের সাথে মুলার-গোতজে-নয়্যারদের অভিজ্ঞতা; যেকোনো প্রতিপক্ষকেই ভাবাবে। তবে জার্মানদের দুশ্চিন্তার কারণ হতে পারে, শেষ আট ম্যাচে দুই জয়। এর সাথে সবশেষ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার খারাপ স্মৃতি তো তাড়া করে বেড়াবেই।

জাপানের গল্পটা আবার উল্টো; টানা ছয় ম্যাচ জিতে কাতার বিশ্বকাপে পৌঁছেছে, বাছাইপর্বের প্রথম দুই ম্যাচেই করেছিল ২৪ গোল। অন্যান্য দলগুলোর যেখানে শক্তিশালী জায়গা ভাবা হয় মাঝমাঠ, আক্রমণ কিংবা রক্ষণ; জাপানের সেখানে টিম কেমিস্ট্রি! ‘ব্লু সামুরাইদের’ হারার আগে হেরে না যাবার মানসিকতার গল্প তো সবার জানা। নিজেদের মহাদেশে বিশ্বকাপ, আবহাওয়াও অনুকূলে; ফুটবল দুনিয়াকে চমকে দেয়ার অপেক্ষায় জাপান; তাকুমি মিনামিনো, তাকেফুসো কুবোরাও বিশ্বমঞ্চে জাদু দেখাতে প্রস্তুত। তবে, উচ্চতার সাথে শারীরিক শক্তি, দুটো জায়গায় স্পেন-জার্মানির মতো দলগুলোর বিপক্ষে ভুগতে হতে পারে।

বিশ্বকাপে প্রথমবার, তবে এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল জাপান-জার্মানি। দুই ফ্রেন্ডলি ম্যাচেই আনবিটেন জার্মানরা; দুই হাজার চার সালে তিন-শূন্য, দুই হাজার ছয়ে দুই-দুইয়ে ড্র।

অপরদিকে, বিশ্বকাপে এবারই প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-কোস্টারিকা। আগের ফ্রেন্ডলি তিন ম্যাচে তিনবারই জিতেছে ২০১০ বিশ্বজয়ীরা; তিন ম্যাচে দিয়েছে মোট ১২ গোল। এবারও নিশ্চিতভাবেই জয়কেই পাখির চোখ করবে লুইস এনরিকের দল।

Advertisement
Share.

Leave A Reply