fbpx

জার্সি ইস্যুতে মেসির পাশে ব্রাজিলের ফুটবলার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মেসির বিরুদ্ধে জার্সি ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তোলা সেই মেক্সিকান বক্সারের কথা মনে আছে তো? ক্যানেলো আলভারেজ নামের সেই বক্সারের টুইট একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে।

মেসি কিছু না বললেও আলভারেজ এ অভিযোগের সমুচিত জবাব দিয়েছে আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার সের্হিও আগুয়েরো। আলভারেজ সেই জবাবের পাল্টা উত্তরও দিয়েছেন।

এবার মেসির পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার ফেলিপে মেলো। আগুয়েরোর কথায় সুর মিলেয়ে ব্রাজিলের এই ফুটবলার বললেন, ‘আলভারেজ ফুটবলের কিছু বোঝে না।’

গ্রুপ পর্বে মেক্সিকোকে হারিয়ে নক আউট পর্বে যাওয়ার আশা টিকিয়ে রাখলো মেসির আর্জেন্টিনা। জয়ের পর নিজেদের ড্রেসিংরুমে বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ে আর্জেটনার খেলোড়াররা। এই আনন্দের কাছে বিশ্বকাপ জয়ের আনন্দও ফিকে হয়ে যায়।

তবে মেসিদের এই উদযাপনের সময় মেক্সিকোর জাতীয় দলের জার্সি অসম্মানিত হয়েছে বলে মনে করেন মেক্সিকান বক্সার ক্যানসেলো আলভারেজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা এই বক্সার মেসিকে হুমকির সুরে সতর্কও করে দিয়েছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ মেসিদের ড্রেসিংরুমে উদযাপনের ভিডিও প্রকাশ করেছে। মেক্সিকোকে ২-০ গোলে হারানোর পর ড্রেসিংরুমে গান গাচ্ছিলেন আর্জেন্টিনা দল। আর ম্যাচের হিরো লিওনেল মেসি তখন নিজ জায়গায় বসে বুট খুলছিলেন।

বুট খোলার একপর্যায়ে সামনে পড়ে থাকা মেক্সিকোর জার্সি পায়ের টোকায় পাশে সরিয়ে রাখেন এই সুপারস্টার। আপাত দৃষ্টিতে ভিডিওটি দেখে প্রতিপক্ষ দলের জাতীয় পতাকাকে অসম্মান করার মতো কিছু মনে হয়নি। স্রেফ কাজের সময় সুবিধার্থে পাশেই পড়ে থাকা অন্য কিছু যেভাবে সরিয়ে রাখা হয়, মেসিও সেভাবেই পা দিয়ে জার্সিটি সরিয়ে রাখেন।

কিন্ত বাঁধ সাধেন ক্যানসেলো আলভারেজ। বেশ কয়েকটি টুইট বার্তায় তিনি লেখেন, ‘আমাদের জার্সি ও জাতীয় পতাকা দিয়ে মেসির মেঝে পরিষ্কার করা সবাই দেখেছেন?’

আরেকটি টুইটে আলভারেজ লিখেছেন, ‘আমার সামনে যেন তাকে পড়তে না হয়, সেজন্য তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত।’

আরেকটি টুইটে তিনি লিখেছেন, ‘ভক্তদের বিষয়টি আলাদা। আমরা তো অন্যের কাছে উদাহরণ। এত বেশি বেশি কোরো না…।’ নিজের ক্ষোভ সরাসরি এভাবেই প্রকাশ করেছেন আলভারেজ, ‘সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, সে যেন আমার সামনে না পড়ে।’

আলভারেজ আরেকটি টুইটে লিখেছেন, ‘আর্জেন্টিনাকে আমি যেমন শ্রদ্ধা করি, সেটা মেক্সিকোকেও করতে হবে তোমাকে। আমি দেশের (আর্জেন্টিনা) কথা বলছি না, আমি মেসির কথা বলছি…।’

আগুয়েরো আলভারেজের টুইটেই জবাবটা দিয়েছেন ম্যানচেস্টার সিটির সাবেক এই স্ট্রাইকার, ‘নিশ্চিত করেই আপনি ফুটবল খেলা বোঝেন না, ড্রেসিংরুমের সংস্কৃতিটা বোঝেন না। সেখানে কী হয়, সে সম্পর্কে কোনো ধারণা নেই আপনার।’

আগুয়েরো মনে করেন, মেক্সিকান বক্সার অজুহাত খুঁজছেন, ‘খেলা শেষে সব সময়ই ড্রেসিংরুমের মেঝেতে জার্সিগুলো স্তূপ করে রাখা হয়। জার্সি থেকে ঘাম ঝরানোর জন্যই এমনটা করা হয়। সেদিনও তেমনই ছিল, বুট খুলতে গিয়ে মেসির পা দুর্ঘটনাবশত সেখানে লেগে যায়।’

কিন্তু আলভারেজ এতেও দমে যাননি। আগুয়েরোর টুইট রিটুইট করে পাল্টা জবাব দেন আলভারেজ। কিন্তু তা ছাপার অযোগ্য ভাষায়। আলভারেজের এই বাড়াবাড়ি দেখে ব্রাজিলের হয়ে ২০১০ বিশ্বকাপে খেলা সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার ফেলিপেওঁ মুখ খোলেন।

৩৯ বছর বয়সী এই মিডফিল্ডার টিএনটি স্পোর্টসকে বলেছেন, ‘বক্সিং পছন্দ করায় ক্যানেলোকে শ্রদ্ধা করতাম। কিন্তু সে ফুটবলের কিছু বোঝে না, তাই চুপ থাকা উচিত। সম্মান দেওয়ায় মেসির চেয়ে ভালো কেউ নেই, কোনো দলেই নেই। তার বিপক্ষে অনেকবারই খেলেছি, প্রতিবারই তার কাছ থেকে সম্মান পেয়েছি। যে লোক মুখ খুলে আজেবাজে কথা বলে, তার (মেসি) সেসব কথার উত্তর দেওয়ার দরকার নেই।’

Advertisement
Share.

Leave A Reply