fbpx

জিতলেই কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ, ভারতের প্রতিপক্ষ করোনা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যে সাতটায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ম্যাচে হারের কারণে এই ম্যাচে টাইগার যুবাদের সামনে জয়ের নেই কোনো বিকল্প। দুই দলের যেই জিতুক না কেনো, তার জায়গা নিশ্চিত হয়ে যাবে কোয়ার্টার ফাইনালে।

অপরদিকে, শনিবার একই সময়ে মাঠে নামবে ভারত অনূর্ধ্ব-১৯ দল, তাদের প্রতিপক্ষ উগান্ডা। তবে এই মুহুর্তে ভারত দলের সবচেয়ে বড় প্রতিপক্ষের নাম বোধহয় করোনা। সতেরো জন খেলোয়াড়ের স্কোয়াড নিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাড়ি জমিয়েছিল ইয়াশ ঢুলের নেতৃত্বাধীন ভারত। কিন্তু মাঝপথে করোনায় আক্রান্ত হয়েছেন অধিনায়কসহ দলের ছয় খেলোয়াড়। অবশিষ্ট এগারোজনকে নিয়েই তাই মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে, দলটি ইতোমধ্যেই ব্যাকআপ হিসেবে ছয় খেলোয়াড়কে ডেকে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজে।

জিতলেই কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ, ভারতের প্রতিপক্ষ করোনা
করোনায় আক্রান্ত ভারতের ছয় ক্রিকেটার

একই সময়ে দিনের অপর দুই খেলায় মাঠে নামবে পাকিস্তান-পাপুয়া নিউগিনি এবং আফগানিস্তান-জিম্বাবুয়ে। আফগানিস্তান-জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচে জয়লাভ করা দল সরাসরি পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে।

Advertisement
Share.

Leave A Reply