fbpx

জি-৭ সম্মেলন: চীনবিরোধী নতুন জোটের ডাক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চীনের উদ্যোগের বিপরীতে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে অবকাঠামোগত উন্নয়নে সহায়তার পরিকল্পনায় সম্মত হয়েছে বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে বলা হয়েছে, শনিবার জি-৭ সম্মেলনে ঘোষিত এই পরিকল্পনা চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের লক্ষ-কোটি ডলারের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ উদ্যোগের একটি জবাব হতে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ‘বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড’ (বিথ্রিডব্লিউ) পরিকল্পনা হাতে নিতে চান তিনি, যা কিনা বিআরআই’র চেয়ে বেশি কার্যকর হবে।

চীনের বিআরআই উদ্যোগের আওতায় অনেক দেশের সড়ক, রেলপথ ও বন্দরে অর্থায়ন হয়েছে।

যুক্তরাজ্যের কর্নওয়ালে চলমান জি৭ সম্মেলনে এক বিবৃতিতে জোটের নেতারা জানিয়েছেন, তাঁরা ‘প্রয়োজন নির্ভর উচ্চমানসম্পন্ন এবং স্বচ্ছ অংশীদারত্বের’ ভিত্তিতে কাজ করতে চান। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন কীভাবে হবে তা পরিষ্কার করা হয়নি।

সাম্প্রতি, শিনজিয়াংয়ে উইঘুর মুসলিম ইস্যুতে আমেরিকা, কানাডা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন সমন্বয় করে চীনের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে।

Advertisement
Share.

Leave A Reply