fbpx

জুন থেকে আগস্টের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে: দীপু মনি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জুন থেকে আগস্টের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ  সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জুন থেকে আগস্টের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার চেষ্টা করব। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। কম বিষয়ে পরীক্ষা নেয়া হবে কি না, পরীক্ষার কাছাকাছি গিয়ে বলতে পারব।’

প্রতি বছর ১ ফেব্রুয়ারি এসএসসি এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়। করোনাভাইরাস মহামারির মধ্যে ২০২০ সাল থেকে নির্ধারিত সময়ে এ পরীক্ষাগুলো নেয়া সম্ভব হয় নি।

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক স্কুল, কলেজ ও উচ্চ  শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বশরীরে পাঠদান শুরু হবে।

যারা দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন, তারাই শ্রেণিকক্ষে পাঠদান শুরু করতে পারবে। যারা দ্বিতীয় ডোজ টিকা নেয়নি, তারা অনলাইনে ও টিভিতে ক্লাস করবে বলেও জানান তিনি।

প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে আরও অপেক্ষা করতে হবে বলে জানান দীপু মনি।

Advertisement
Share.

Leave A Reply