fbpx

জুলাই থেকেই ১২ শতাংশ মার্জিন ঋণের সুদহার কার্যকরের নির্দেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি বছরের জুলাই থেকে শেয়ারবাজারে ১২ শতাংশ মার্জিন ঋণের সুদের হার কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রবিবার (৭ মার্চ) এ বিষয়ে নির্দেশনা জারি করে পুঁজিবাজারে নিয়ন্ত্রক এই সংস্থাটি।

এর আগে এক প্রজ্ঞাপনে ফেব্রুয়ারি থেকে এই সুদহার কার্যকর করার কথা বলা হয়েছিল। তবে মার্চেন্ট ব্যাংকারদের আবেদনের প্রেক্ষিতে বিএসইসি এই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়।

সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকাররা  মার্জিন ঋণের কস্ট অব ফান্ড বা তহবিলের খরচ হিসেবে ৩ শতাংশ সুদসহ সর্বোচ্চ ১২ শতাংশ রাখতে পারবেন।

প্রসঙ্গত, শেয়ারবাজারে বিনিয়োগের বিপরীতে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগকে মার্জিন ঋণ বলে।

Advertisement
Share.

Leave A Reply