fbpx

জেএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২১ সালের জেএসসি পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো  হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমিরুল ইসলামের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। সেই চিঠি সকল মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ বরাবর পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ‘২০২১ সালের জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এই সময়ের মধ্যেই অনলাইনে আবেদন ফরম পূরণ সম্পন্ন করতে হবে।’

এর আগে এই ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ঢাকা শিক্ষা বোর্ড। সেখানে শিক্ষার্থীদের ২০ ডিসেম্বরের মধ্যে ফরম পূরণের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, করোনার কারণে এবছর জেএসসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের বোর্ডের সনদ দেওয়া হবে।

Advertisement
Share.

Leave A Reply