fbpx

জেট ফুয়েলের দাম বাড়ল লিটারে ১৯ টাকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিমানের জ্বালানি জেট ফুয়েলের দাম লিটারে ১৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)। ফলে এখন থেকে প্রতি লিটার জেট ফুয়েলের দাম হয়েছে ১৩০ টাকা। ৯ জুলাই থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে বিপিসির ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ১০ জুন জেট ফুয়েলের দাম ৫ টাকা বেড়ে দাম হয়েছিল লিটারে ১১১ টাকা। এর আগে ১৭ মে ৬ টাকা বেড়ে এর দাম হয়েছিল ১০৬ টাকা।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, অভ্যন্তরীণ গন্তব্যের ফ্লাইটের ক্ষেত্রে জেট ফুয়েলের দাম বেড়েছে। দাম বাড়ানোর পর বর্তমানে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েল কিনতে খরচ হচ্ছে ১৩০ টাকা।

জেট ফুয়েলের দামের ওপর বিমানের যাতায়াত খরচ অনেকাংশে নির্ভর করে। কেননা জেট ফুয়েলের দাম বাড়লে এয়ারলাইনস পরিচালনার খরচও বেড়ে যায়। ফলে টিকিটের দামও বাড়ে।

উল্লেখ্য, গত দুই বছরে জেট ফুয়েলের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। এর প্রভাবে টিকিটের দামও বেড়েছে।

Advertisement
Share.

Leave A Reply