fbpx

জেরুজালেমের আল-আকসা মসজিদে সংঘর্ষ, আহত ১৮৪

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জেরুজালেমে আল-আকসা মসজিদে ফিলিস্তিনি ও ইসরাইলিদের সংঘর্ষে আহত হয়েছেন ১৮৪ জন। তাদের মধ্যে ১৭৮ জন ফিলিস্তিনি ও ৬ জন ইসরাইলি পুলিশ রয়েছেন।

শুক্রবার জুমাতুল বিদা উপলক্ষে মুসল্লিদের জমায়েতকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশের সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে ইসরাইলি পুলিশ ফিলিস্তিনিদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে গুলিবিদ্ধ অন্তত ৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি সেবা বিভাগ ও ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে।

এর আগে, পশ্চিম জেরুজালেমের শেখ জাররাহ শহর থেকে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করার পরিকল্পনা করছে ইসরাইল- এমন খবরে উত্তেজনা ছড়িয়ে পরে। এর জেরেই ইসরাইলি পুলিশ ফিলিস্তিনিদের ওপর ঝাপিয়ে পড়ে। এসময় ফিলিস্তিনিরা তাদের লক্ষ্য করে বোতল ও পাথর ছুড়লে পাল্টা জবাবে গুলি ছোড়ে ইসরাইল পুলিশ।

Advertisement
Share.

Leave A Reply