fbpx

জ্বর নিয়ন্ত্রণে এসেছে বেগম জিয়ার: ফখরুল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার (৩০ মে) সকাল ১০টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান মির্জা ফখরুল।

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের আজকের এই দিনে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন। আজ তাঁর ৪০ তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি।

এ সময় মির্জা ফখরুল বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি সম্পর্কে সংবাদমাধ্যমকে জানান, করোনামুক্ত হওয়ার ১৯ দিন পর হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হয়েছেন বেগম খালেদা জিয়া। তবে, চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম আর সুচিকিৎসায় তাঁর জ্বর নিয়ন্ত্রণে এসেছে। তবে জ্বর আর আসবে না বলে আশা প্রকাশ করছেন চিকিৎসকেরা।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর কিছুটা শ্বাসকষ্ট অনুভব করলে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। করোনা আক্রান্তের ২৭ দিন পর ৯ মে খালেদা জিয়ার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। এরপর কিছু শারীরিক জটিলতা থাকায় হাসাপাতালেই রাখা হয় বেগম জিয়াকে।

দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে তিন বছর আগে কারাগার যেতে হয়েছিলো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এরপর থেকে তিনি গুলশানের বাসা ফিরোজাতেই অবস্থান করছিলেন।

Advertisement
Share.

Leave A Reply