fbpx

জয়পুরহাটের পাঁচবিবিতে আবারো কালো পাথরের মূর্তি উদ্ধার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাথরঘাটায় তুলসীগঙ্গা নদী খননের সময় পাওয়া গেছে ১১৪ কেজির একটি কালো পাথরের মূর্তি। ৭ জানুয়ারি সকাল ৯ টায় উদ্ধার করা মূর্তিটি বেলা ১১ টায় জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা দেন পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার এম এম আশিক রেজা।

ভূমি শাখার সহকারী কমিশনার এম এম আশিক রেজা জানান, পাঁচবিবি উপজেলা এলাকায় তুলসীগঙ্গা নদীতে খননকাজ চলছে। খননকাজের সময পাথরঘাটা এলাকার নদীর তলদেশে একটি মূর্তি পাওয়া যায়। আটাপুর ইউনিয়নের গ্রাম পুলিশ বিষয়টি প্রশাসনকে জানালে, ঘটনাস্থলে গিয়ে ১১৪ কেজি ওজনের কালো পাথরের মূর্তিটি জিম্মায় নেয় জেলা প্রশাসন।

পাঁচবিবির উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন জানান, মূর্তিটি জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে। এর আগে ডিসেম্বর মাসে পাথরঘাটা এলাকায় তুলসীগঙ্গা নদী থেকে আরও দুটি কালো পাথরের মূর্তি পাওয়া গিয়েছিল। ওই দুটি মূর্তিও ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়।

পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরের কাস্টেডিয়ান মোহাম্মদ ফজলুল করিম বলেন, পাঁচবিবির পাথরঘাটা সংরক্ষিত প্রত্নতত্ত্ব এলাকা। সংরক্ষিত এলাকার বাইরে নদী খনন করার সময় মূল্যবান পুরাকীর্তির মূর্তি পাওয়া যাচ্ছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়কে মূর্তি পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। পরবর্তীতে ওই এলাকায় খনন করা যায় কি না, তা সরকারের সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে বলে জানিয়েছেন জয়পুরহাটের জেলা প্রশাসক শরীফুল ইসলাম।

Advertisement
Share.

Leave A Reply