fbpx

জয়পুরহাটে জানুয়ারিতে বিতরণ করা হবে ৪ লাখ ২৬ হাজার নতুন বই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ১ লা জানুয়ারি বই উৎসব সফল করার জন্য জেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ৪ লাখ ২৬ হাজার ২৪টি নতুন বই বিতরণ করা হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৮৮ হাজার ৯২ শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হবে ৪ লাখ ২৬ হাজার ২৪ টি নতুন বই। ইতোমধ্যে জেলার প্রতিটি বিদ্যালয় ভিত্তিক  ২০২২ শিক্ষা বর্ষের নতুন বই বিতরণের কার্যক্রম চলছে ।

এ ছাড়াও প্রাক প্রাথমিক পর্যায়ে ১৬ হাজার ৭শ ৩৭ শিক্ষার্থী পাবে একটি করে অনুশীলন খাতা। সরকারের ঘোষণা অনুযায়ী ১ জানুয়ারি নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। তবে কোন সমাবেশ করে নয় স্বাস্থ্যবিধি মেনে শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের হাতে তাদের নতুন বই তুলে দেওয়া হবে বলেও জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রেজোয়ান হোসেন।

জেলার ৬ শ ৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৮ হাজার ৯২ শিক্ষার্থীর জন্য ৪ লাখ ২৬ হাজার ২৪ টি বই বরাদ্দ দেয়া হয়েছে।  শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৭১ টি, পরীক্ষণ বিদ্যালয় ১ টি, এনজিও পরিচালিত বিদ্যালয় ১৩৩ টি, কিন্ডার গার্টেন বা কেজি স্কুল ১০৪ টি,  নন রেজি: বিদ্যালয় ৯ টি, উচ্চতর মাদ্রাসা সমন্বিত ১ টি ও অন্যান্য বিদ্যালয় ১৮টি।

Advertisement
Share.

Leave A Reply