fbpx

টঙ্গীবাড়ির পুকুরে মিলল রাসেল ভাইপার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চন্দ্রবোড়া, যার ইংরেজি নাম রাসেল ভাইপার। বিশ্বজুড়ে ‘কিলিং মেশিন’ হিসেবে খ্যাত এই রাসেল ভাইপার সাপটি পাওয়া গেছে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার একটি পুকুরে।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারপাড় এলাকা থেকে সাপটিকে উদ্ধার করা হয়। অপু মন্ডল নামের স্থানীয় এক যুবক সাপটিকে ধরে একটি লোহার খাঁচায় ভরে রাখেন। বিষধর এ সাপটি উদ্ধারের পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, রোববার সকালে মাছ ধরার জন্য পুকুরটি পরিস্কারের করার কাজ চলছিল। এসময় কচুরিপানার ভেতর অজগর সাপের মতো দেখতে ৪/৫ ফুটের একটি সাপ দেখতে পাওয়া যায়। পরবর্তীতে, চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারের কর্মকর্তা বোরহান বিশ্বাস সাপটির ছবি দেখে একে রাসেল ভাইপার বলে নিশ্চিত করেন।

বোরহান বিশ্বাস জানান, সাপটিকে ভেনম রিসার্চ সেন্টারে অ্যান্টি ভেনম তৈরির কাজে ব্যবহার করা হবে।

চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার সাপটি এতই ক্ষিপ্র যে, আক্রমণের এক সেকেন্ডের ১৬ ভাগের এক ভাগ সময়ের মধ্যে এর কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এর কামড়ের পর শরীরের আক্রান্ত স্থানের টিস্যু নষ্ট হয়ে পচন ধরে যায়।  আর সময় মতো চিকিৎসা না নিলে নিশ্চিত মৃত্যু।

Advertisement
Share.

Leave A Reply