fbpx

টাইগ্রেসদের নেক্সট টার্গেট আইরিশরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আবুধাবিতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর বাছাই পর্বের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। জিতলেই নিশ্চিত বিশ্বকাপ, এমন সমীকরণের ম্যাচে থাইল্যান্ড নারী ক্রিকেট দলকে ১১ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

গ্রুপ পর্বে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ; জিতেছিল তিন ম্যাচের সবকটিতে। অন্যদিকে গ্রুপ ‘বি’ এর রানার্সআপ হওয়া থাইল্যান্ডের মেয়েরা জিতেছিল দুইটি। সাম্প্রতিক ফর্ম-র‍্যাংকিং সব বিবেচনায় স্বাভাবিকভাবেই এগিয়ে ছিল টাইগ্রেসরা। তবে ব্যাটে হাতে কিছুটা পিছিয়ে ছিলো ফারজানা-মুর্শিদারা। টস হেরে ব্যাট করতে বাংলাদেশের স্কোরবোর্ডে ২০ ওভার শেষে ১১৩/৫ রান। মুর্শিদা খাতুন ২৬(৩৫), নিগার সুলতানা ১৭(২৪), রুমানা আহমেদ ২৮*(২৪) এবং ঋতু করেন ১৭(১০) রান।

টাইগ্রেসদের নেক্সট টার্গেট আইরিশরা
এবারের আসরের সবগুলো ম্যাচে জয় পেয়েছে জ্যোতির দল

১১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪.৩ ওভারে ১৩ রানে তিন উইকেট হারায় থাই মেয়েরা। নাত্থাকান ছানথাম ব্যতীত কেউই বড় অংকের স্কোর করতে পারেন নি। ছানথাম করেন ৫১ বলে ৬৪ রান। ২০ ওভার শেষে থাইল্যান্ডের স্কোর ১০২/৬। সর্বোচ্চ তিনটি উইকেট নেন সালমা খাতুন। সানজিদা আক্তার মেঘলা নেন দুইটি আর নাহিদা আক্তার নেন এক উইকেট। ম্যাচ সেরা নাত্থাকান ছানথাম ।

এই জয়ে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটলো বাঘিনীরা। রবিবার রাত নয়টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল এবং আয়ারল্যান্ড নারী দল।

Advertisement
Share.

Leave A Reply