fbpx

টাকার জন্য প্রতিযোগীদের প্রশংসা করতে হয়: অমিত কুমার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কিছুদিন আগেই শেষ হয়েছে ‘ইন্ডিয়ান আইডল-১২’ এর আসর। এই অনুষ্ঠানের একটি পর্বে অতিথি বিচারক হিসেবে ভারতীয় গায়ক অমিত কুমার এসেছিলেন। সেদিন মূলত প্রয়াত কিশোর কুমারের গান গেয়েছিলেন প্রতিযোগীরা। এমনকি বিচারক নেহা কাক্কর এবং হিমেশ রেশামিয়াও কিশোর কুমারের গান গেয়ে শোনান। ঝামেলা বাধে সেখানেই। অনেকের দাবি, ভাল করে গাইতে পারেননি নেহা এবং হিমেশ। প্রতিযোগীদের গান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন কেউ কেউ।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমিত জানিয়েছেন, তাকে বলা হয়েছিল সব প্রতিযোগীর প্রশংসা করতে। কারণ, তাঁরা প্রত্যেকেই কিশোর কুমারকে শ্রদ্ধা জানিয়ে গান করছেন। গায়ক বললেন, ‘কেউই কিশোর কুমারের মতো গাইতে না। আজকাল ছেলেমেয়েরা শুধু তাঁর ‘রূপ তেরা মস্তানা’ জানে। আমাকে সকলের প্রশংসা করতে বলা হয়েছিল, আমি করেছি। আমি ওদের আমার অংশের স্ক্রিপ্টটাও দিতে বলেছিলাম, ওরা সেটাও দেয়নি।’

শুধুমাত্র অর্থের জন্যই সেই অনুষ্ঠানে বিচারকের আসনে বসেছিলেন অমিত। তার কথায়, ‘আমি যত টাকা চেয়েছিলাম, ওরা দিয়েছে। তাই আমি গিয়েছিলাম।’

তবে সেই পর্ব সম্প্রচারিত হওয়ার পর কয়েকজন আত্বীয়ের কাছে নাকি অমিতকে জবাবদিহি করতে হয়েছে অমিতের।

Advertisement
Share.

Leave A Reply