fbpx

টাকার লোভে বাংলাদেশি যুবককে হত্যা করলো পাকিস্তানিরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের টিকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে এক বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করেছে বলে পাকিস্তানি কয়েকজন যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সৌদি আরবের আল কাসিম শহরের বরাইদা এলাকায় রবিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম বশির আহমেদ (২৪)। তিনি কুমিল্লা চান্দিনার তুলাতলি গ্রামের মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুই পাকিস্তানির পাশাপাশি এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। আটককৃত পাকিস্তানিরা বশিরকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানিয়েছেন নিহতের ভাই।

গত মঙ্গলবার রাতে বশিরকে হত্যার ঘটনাটি জানতে পারে তার পরিবার।

নিহত বশিরের বড় ভাই সৌদিপ্রবাসী মোজাম্মেল হক জানান, বশির যে ক্যাম্পে থাকতেন, সেখানে কয়েকজন পাকিস্তানিও থাকতেন। রবিবার রাতে পাকিস্তানি কয়েকজন শ্রমিক বশিরকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তার আর খোঁজ পাওয়া যায়নি।

পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ পাকিস্তানি দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে ওই দুই যুবক হত্যার কথা স্বীকার করেছে বলে জানান মোজাম্মেল।

নিহতের ভাই আরও বলেন, ‘বশির গত কয়েক মাস বাড়িতে টাকা পাঠায়নি। টাকাগুলো তার কাছেই ছিল। ওই টাকার লোভে পাকিস্তানি যুবকরা কৌশলে ক্যাম্প থেকে ডেকে নিয়ে আমার ভাইকে হত্যা করেছে।’

Advertisement
Share.

Leave A Reply